লিকুইডিটি
ফরেক্স মার্কেটে প্রতিদিন প্রায় $5.3 trillion এর লেনদেন হয় যা এই মার্কেটকে পৃথিবীর সবচেয়ে বড় লিকুইডিটি এর অর্থনৈতিক বাজার হিসাবে তৈরি করছে।
ফরেক্স মার্কেটের দৈনিক লেনদেনের পরিমাণ বিশ্বের অন্য যেকোনো মার্কেটকে সহজেই ছাড়িয়ে যায়। এত বিশাল পরিমাণ লেনদেন পৃথিবীর অন্য কোনো স্টক বা মার্কেট ধারণ করতে পারে না।
Futures মার্কেটের লেনদেন
প্রতিদিন Futures মার্কেটে প্রায় $30 বিলিয়ন ডলার লেনদেন হয়। যদিও এটি অনেক বড় পরিমাণ মনে হয়, কিন্তু ফরেক্স মার্কেটের দৈনিক লেনদেনের সাথে তুলনা করলে এটি অনেক কম। ফরেক্স মার্কেটের লেনদেন বিশ্বজুড়ে বিস্ময়করভাবে বড়।
২৪ ঘণ্টার মার্কেট
ফরেক্স মার্কেট সপ্তাহের ৫ দিন, ২৪ ঘণ্টা খোলা থাকে, যেখানে আপনি যেকোনো সময় ট্রেড করতে পারবেন। অন্যদিকে, Futures মার্কেট সপ্তাহের ৫ দিন খোলা থাকে, তবে এটি মূল স্টক মার্কেট বন্ধ হয়ে যাওয়ার সময়ই বন্ধ হয়ে যায়। উদাহরণস্বরূপ, ফরেক্স মার্কেট বাংলাদেশ সময় রবিবার রাত ৩টা থেকে শুরু হয় এবং শুক্রবার রাত ৩টা পর্যন্ত খোলা থাকে। Futures ট্রেডিং শুরু হয় সোমবার সন্ধ্যা ৬:৩০ টায় এবং বন্ধ হয় NYSE বন্ধ হওয়ার সময়, অর্থাৎ রাত ২:৩০ টায়। এই সময়ের পার্থক্য ফরেক্স এবং Futures ট্রেডিংয়ের মধ্যে বিশাল।
ফ্রি অথবা ছোট কমিশন
যেই ব্রোকারের মাধ্যমে আপনি ফরেক্স ট্রেডিং করেন না কেন, আপনার ট্রেডিংয়ের জন্য চার্জ সাধারণত কম হয়। Futures মার্কেটের সাথে তুলনা করলে, ফরেক্স ট্রেডিংয়ের খরচ অত্যন্ত কম। চার্জের এই পার্থক্যের কারণে ফরেক্স ট্রেডিং অনেক বেশি জনপ্রিয়।
সর্বনিম্ন ঝুঁকি নিয়ন্ত্রণ
ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি সবসময়ই আপনার ব্যালেন্সের অনুপাতে ট্রেড বা মার্জিন ঠিক করতে পারবেন। যদি কোনো কারণে আপনার লস আপনার ব্যালেন্সকে ক্ষতিগ্রস্ত করে, তবে আপনি স্বয়ংক্রিয়ভাবে ব্যালেন্স পুনরুদ্ধারের সুযোগ পাবেন। এই প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে আপনার নিয়ন্ত্রণে থাকবে।
Futures মার্কেট ট্রেড এর ক্ষেত্রে এই বিষয়টি একটু জটিল। মার্জিন লোণ এর কারনে অনেকসময়ই দেখা যায় আপনি লস আপনার ব্যালেন্সের থেকেও বেশী হয়ে গেছে। নিচের বক্সে আমরা একটি তুলনা করার চেষ্টা করেছি-
Advantages | Forex | Futures |
---|---|---|
24-Hour Trading | YES | No |
Minimal or no Commission | YES | No |
Up to 500:1 Leverage | YES | No |
Price Certainty | YES | No |
Guaranteed Limited Risk | YES | No |
ফরেক্স ট্রেড এর মতন Futures মার্কেটেও অনেকই ট্রেড করে থাকেন কিন্তু এদের সংখ্যা হিসাব করলে একদম নগণ্য। এক কথায় বলতে পারি, Futures, ফরেক্স ট্রেড এর আশেপাশেও নেই।
পরবর্তী ট্রেনিং কোর্স হচ্ছে “Margin -101“. অনুগ্রহ করে এই কোর্সটি শেষ করার পর Margin -101 ট্রেনিং কোর্সটিতে অংশ নিন। মনে রাখবেন, মার্জিন সম্পর্কে যদি ভালো জ্ঞান না থাকে তাহলে কোনওভাবেই রিয়েল ট্রেডিং শুরু করা যাবেনা।
আশা করি, উপরের আর্টিকেলটি আপনার পছন্দ হয়েছে। যদি এই আর্টিকেল নিয়ে আপনার কোনো বিশেষ প্রশ্ন থাকে, তবে অনুগ্রহ করে নিচের কমেন্ট বক্সে মন্তব্য করুন। আমাদের এক্সপার্ট ট্রেডাররা শীঘ্রই আপনার প্রশ্নের উত্তর দেবেন। এছাড়াও, ট্রেডিং এনালাইসিস এবং সিগন্যাল গ্রহণের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন।
এবার সময় হয়েছে ডেমো ট্রেডিং এর। একটি ডেমো অ্যাকাউন্ট খুলুন।