Have Any Issue? Contact Us Discussion Group!

স্টক এবং ফরেক্স ট্রেডিং এর পার্থক্য - Difference Between Stock and Forex Trading

New York Stock exchange (NYSE) এর মধ্যে প্রায় ২৮০০ স্টক শেয়ার রয়েছে ট্রেড করার জন্য। এছারাও, NASDAQ এর মধ্যে আছে প্রায় ৩১০০ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের
Anonymous

 New York Stock exchange (NYSE) এর মধ্যে প্রায় ২৮০০ স্টক শেয়ার রয়েছে ট্রেড করার জন্য। এছারাও, NASDAQ এর মধ্যে আছে প্রায় ৩১০০ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের স্টক।

তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আপনি ট্রেড করার জন্য কোনটিকে বেছে নিবেন? চিন্তার বিষয়! এতগুলো প্রতিষ্ঠানের মধ্যে কোনটিতে ট্রেড করা যায়? Spot Forex Trading এর মধ্যে, অনেক ধরনের কারেন্সি পেয়ার রয়েছে ট্রেড করার জন্য। কিন্তু এদের মধ্যে সবচেয়ে বেশী ট্রেড হয় ৭টি কারেন্সি পেয়ারের মধ্যে। যেগুলোকে আমরা বলে থাকে “Majors”.

কি মনে হচ্ছে, স্টক মার্কেটের হাজার খানেক প্রতিষ্ঠানের মধ্যে থেকে ৭টি মেজর কারেন্সি পেয়ারে ট্রেড করা অনেক বেশী সহজ।

উপরের চিত্র দেখে কিছু ধারণা পাওয়া যাচ্ছে কিনা? ফরেক্স ট্রেডিংয়ের জনপ্রিয়তা স্টক ট্রেডিংয়ের তুলনায় অনেক বেশি। আজকের আলোচনায় আমরা ফরেক্স ট্রেডিংয়ের কিছু বিশেষ সুবিধার দিকে নজর দেবো। তাহলে শুরু করা যাক।

24-Hour Market

স্টক মার্কেটে ট্রেডিং করার সময়সীমার সীমাবদ্ধতা থাকে। উদাহরণস্বরূপ, ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সকাল ১০:৩০ মিনিটে শুরু হয় এবং দুপুর ২:৩০ মিনিটে শেষ হয়। তবে ফরেক্স মার্কেটে সপ্তাহের ৫ দিন, ২৪ ঘণ্টাই ট্রেড করার সুযোগ রয়েছে। এই মার্কেট সোমবার অস্ট্রেলিয়ার সময় সকাল থেকে শুরু হয় এবং শুক্রবার নিউইয়র্ক সময় দুপুরে বন্ধ হয়ে যায়। বাংলাদেশ সময়ে রবিবার রাত ৩টা থেকে শুক্রবার রাত ৩টা পর্যন্ত আপনি যে কোনো সময় ট্রেড করতে পারবেন।

No Commissions

বর্তমানে অনেক স্টক ব্রোকার 'জিরো কমিশন' সুবিধা প্রদান করে থাকে, তবে ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে কমিশন ছাড়াই ট্রেড করা যায়। ফরেক্স মার্কেটের বেশিরভাগ ব্রোকার কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই ট্রেডিংয়ের সুযোগ দেয়। যদিও স্টক মার্কেটে 'জিরো কমিশন' থাকলেও অতিরিক্ত চার্জ ট্রেডারদের বহন করতে হয়, যা ফরেক্স ট্রেডিংয়ে দেখা যায় না। স্টক ট্রেডিং একাউন্টের জন্য নির্দিষ্ট সময়ে চার্জও ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

Volume and Liquidity

ফরেক্স মার্কেটে প্রতিদিন প্রায় $6.6 ট্রিলিয়ন ডলার লেনদেন হয়। এর তুলনায় ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন হয় ২-৫ হাজার কোটি টাকা, এবং নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের লেনদেন প্রায় ২.২ বিলিয়ন ডলার। স্পষ্টতই, ফরেক্স মার্কেটের লেনদেনের পরিমাণ স্টক মার্কেটের তুলনায় অনেক বেশি।

Short-Selling

ফরেক্স ট্রেডিংয়ে কোনো শেয়ার বিক্রি করার মতো সীমাবদ্ধতা নেই। আপনি যেকোনো কারেন্সি পেয়ার ক্রয় এবং বিক্রি করতে পারেন। স্টক মার্কেটে শুধুমাত্র কিনে বিক্রির সুযোগ থাকলেও ফরেক্স মার্কেটে দুই দিক থেকেই লেনদেন করা যায়, যা স্টক মার্কেটে সম্ভব নয়।

No Manipulation

বাংলাদেশে স্টক মার্কেটে বড় অঙ্কের লেনদেন হলে অনেক সময় বাজারের প্রভাব দেখা যায়। কিন্তু ফরেক্স মার্কেটে প্রাইস নিয়ন্ত্রণ করা এককভাবে সম্ভব নয়। ফরেক্স মার্কেট এত বড় যে, বড় ব্যাংকও এর প্রাইসে তেমন কোনো পরিবর্তন আনতে পারে না। কারেন্সির চাহিদা এবং যোগানের ওপর ভিত্তি করেই প্রাইস মুভমেন্ট হয়।

Market Influence

স্টক মার্কেটের এনালিটিকাল প্রতিষ্ঠানগুলো শেয়ার বাজারের আপডেট প্রদানের সময় বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। এই পরামর্শগুলো অনেক সময় স্টক প্রাইসের ওঠা-নামার ওপর প্রভাব ফেলতে পারে। ফরেক্স মার্কেটে, তথাকথিত বিশ্লেষণ মার্কেট প্রাইসকে প্রভাবিত করতে পারে না, কারণ কারেন্সির মূল্য নির্ধারণ হয় কেবল তার চাহিদা এবং যোগানের ওপর ভিত্তি করে।

সুবিধা সমুহFOREXSTOCKS
২৪ ঘন্টা ট্রেডিংহ্যানা
অল্প কিংবা কমিশন নেইহ্যানা
লিকুইডিটির পরিমাণঅনেক বেশীধারের কাছেও নেই
বাই/সেল দুই ধরনের এন্ট্রি গ্রহনহ্যানা (শুধু বাই)
মার্কেট প্রাইস এর নিয়ন্ত্রণসম্ভব নাসম্ভব

উপরের চার্টটিতে, ফরেক্স এবং স্টক মার্কেট ট্রেডিং এর পার্থক্য একটি টেবিলের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি যাতে করে এই দুই ধরনের ট্রেডিং এর পার্থক্য ভালো করে আপনি বুঝতে এবং জানতে পারেন।

আশা করি, উপরের আর্টিকেলটি আপনার পছন্দ হয়েছে। যদি এই আর্টিকেল নিয়ে আপনার কোনো বিশেষ প্রশ্ন থাকে, তবে অনুগ্রহ করে নিচের কমেন্ট বক্সে মন্তব্য করুন। আমাদের এক্সপার্ট ট্রেডাররা শীঘ্রই আপনার প্রশ্নের উত্তর দেবেন। এছাড়াও, ট্রেডিং এনালাইসিস এবং সিগন্যাল গ্রহণের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন।


এবার সময় হয়েছে ডেমো ট্রেডিং এর। একটি ডেমো অ্যাকাউন্ট খুলুন।


Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.