Have Any Issue? Contact Us Discussion Group!

ফরেক্স মার্কেট এর মুল ট্রেডারগণ - The main traders of the forex market

আপনারা আগের লেকচারে ফরেক্স মার্কেটের কাঠামো সম্পর্কে জেনেছেন
Anonymous

আপনারা আগের লেকচারে ফরেক্স মার্কেটের কাঠামো সম্পর্কে জেনেছেন। এখন আমরা এদের সম্পর্কে আরও একটু বিস্তারিত জানবো। এরা আসলে কারা এবং এদের কাজ।

ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আপনাকে অবশ্যই এই মার্কেট এর প্রধান কার্যক্রম কিভাবে নিয়ন্ত্রিত, পরিচালিত হয় এবং কিভাবে এরা ফরেক্স মার্কেটের উপর নিজেদের প্রভাব বিস্তার করে তাদের বিষয়ে কিছুটা জ্ঞান অর্জন করার চেষ্টা করবো।

মনে রাখবেন:

যখন আপনি কোনো কিছু শিখবেন, তা সম্পূর্ণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে হবে, নয়তো পরবর্তীতে অনেক কিছু বুঝতে সমস্যা হতে পারে। আমরা চাই না যে আপনি এমন পরিস্থিতিতে পড়ুন। তাই, যা শিখব এবং শিখাবো, তার ১০০% জানার চেষ্টা করবো।

৯০-এর দশকের আগে, ফরেক্স ট্রেডিং শুধুমাত্র বড় ধনী ব্যক্তি বা বড় প্রতিষ্ঠানগুলোর জন্য ছিল।

আগে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে প্রাথমিক বিনিয়োগ হিসাবে $10 থেকে $50 মিলিয়ন প্রয়োজন ছিল। তাই, ফরেক্স ট্রেডিং ছিল শুধুমাত্র বিলিয়নিয়ারদের বিনিয়োগ মাধ্যম। তখন আমাদের মতো সাধারণ মানুষের ফরেক্স ট্রেডিংয়ের সাথে পরিচিতি ছিল না, এবং অংশগ্রহণ তো দূরের কথা।

বর্তমান যুগে, ইন্টারনেট এবং অনলাইন ফরেক্স ব্রোকারদের কারণে আমরা রিটেইল ট্রেডার হিসাবে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারি।

এখন আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানদের সম্পর্কে যারা ফরেক্স মার্কেটকে ব্যাপকভাবে প্রভাবিত করে। মনে রাখবেন, তারা মার্কেট নিয়ন্ত্রণ করতে পারেন না, তবে মার্কেটের প্রাইসকে প্রভাবিত করতে পারে।

1. Super Banks

এখানে "Super Banks" বলতে আমরা D.C. কমিক্সের সুপারম্যানের কথা বলছি না, বরং বাস্তবের সুপার ব্যাংকগুলোর কথা বলছি। যেমনটি সুপারম্যানের ক্ষমতা অনেক বেশি ছিল, তেমনি সুপার ব্যাংকগুলোর ক্ষমতাও যথেষ্ট বিশাল।

ফরেক্স মার্কেট বিকেন্দ্রীভূত, অর্থাৎ এর কোনো নিয়ন্ত্রণকারী অফিস নেই। তবে, এটি পৃথিবীর সবচেয়ে বড় মুদ্রা বিনিময়ের মাধ্যম হিসেবে পরিচিত। এই মার্কেটকে "interbank market" নামেও পরিচিত, কারণ এখানে প্রতিদিন যে পরিমাণ মুদ্রার লেনদেন হয়, তা একার পক্ষে সম্ভব নয়।

বিনিময় হার বা এক্সচেঞ্জ রেটের তারতম্য মূলত মার্কেটের চাহিদা এবং যোগানের উপর নির্ভর করে। ট্রেডিং ভাষায়, প্রাইসের বিড/আস্ক এবং স্প্রেডের পরিমাণ এর উপরও নির্ভর করে।

আন্তর্জাতিক ট্রেডিং কমিউনিটিতে, এই ব্যাংকগুলোর নাম দেওয়া হয়েছে "flow monsters"।

এই মনস্টারগণ নিজ প্রয়োজনে এবং তাদের ক্লায়েন্টদের জন্য যেই পরিমাণ এর লেনদেন করে থাকেন সেটি বাংলাদেশ এর প্রতি বছরের বাজাটের আকার এর থেকেও অনেক বেশী। যাই হোক, কি পরিমাণ এর লেনদেন এরা করেন সেটি জানার প্রয়োজন নেই। শুধু মনে রাখুন, এরা চাইলেই কারেন্সি মার্কেটকে প্রভাবিত করতে পারে।

এই flow monsters এর মধ্যে কয়েকজন এর নাম আপনারা প্রায়ই শুনে থাকবেন। যেমন, Citi, JPMorgan, UBS, Barclays, Deutsche Bank, Goldman Sachs, HSBC এবং Bank of America.

2. Large Commercial Companies

বড় প্রতিষ্ঠানগুলো ব্যবসার উদ্দেশ্যে ফরেক্স মার্কেটে অংশগ্রহণ করে থাকে। উদাহরণস্বরূপ, যদি Apple কোম্পানি জাপান থেকে কোনো ইলেকট্রনিক্স যন্ত্রাংশ ক্রয় করে, তাহলে তাদের প্রথমে US Dollar কারেন্সিকে জাপানের Yen এর সাথে এক্সচেঞ্জ করতে হয়।

তবে, এই লেনদেনের পরিমাণ খুব বেশি বড় হয় না। অর্থাৎ, বড় বড় "মন্সটার" লেনদেনের তুলনায় এই ধরনের লেনদেনের পরিমাণ কম থাকে। এজন্য, এই ধরনের প্রতিষ্ঠানগুলো মূলত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে তাদের লেনদেন সম্পন্ন করে থাকে।

এছাড়া, বড় আকারের কোম্পানির মজার কোনো মার্জার বা অধিগ্রহণ, যেমন Google এর Fitbit কেনার মতো ঘটনা, কারেন্সি পেয়ারের এক্সচেঞ্জ রেট পরিবর্তনে ব্যাপক প্রভাব ফেলতে পারে। তবে, যদি মার্জারটি একই দেশের মধ্যে হয়, তাহলে এর প্রভাব কম হয়। কিন্তু যদি প্রতিষ্ঠান দুটি ভিন্ন দেশে হয়, তাহলে দুই দেশের কারেন্সি পেয়ারের উপর এর প্রভাব উল্লেখযোগ্য হতে পারে।

3. Governments and Central Banks

কেন্দ্রীয় ব্যাংকগুলো, যেমন European Central Bank, Bank of England, এবং Federal Reserve, নিয়মিত ফরেক্স মার্কেটে অংশগ্রহণ করে থাকে। এরা আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেন, বিনিয়োগ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর জন্য ফরেক্স মার্কেটে কার্যক্রম চালায়।

কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের মুদ্রানীতি ও ইন্টারেস্ট রেট ঘোষণার মাধ্যমে ফরেক্স মার্কেটে সংশ্লিষ্ট কারেন্সি পেয়ারের মূল্য নিয়ন্ত্রণ করে থাকে। উদাহরণস্বরূপ, যখন Federal Reserve আমেরিকান ডলার এর ইন্টারেস্ট রেট ঘোষণা করে, তখন এর প্রভাব USD সম্পর্কিত সকল কারেন্সি পেয়ারের উপর পড়ে।

এছাড়া, যদি কারেন্সির মূল্য অত্যাধিকভাবে পরিবর্তিত হয়, কেন্দ্রীয় ব্যাংকরা মার্কেট থেকে বড় আকারের বাই বা সেল অর্ডার দিয়ে এক্সচেঞ্জ রেট নিয়ন্ত্রণ করে থাকে।

4. The Speculators

“Speculators” এই শব্দটি শতকরা ৯৫ ভাগ ট্রেডারের জন্য অপরিচিত। তবে, এই ক্যাটাগরির ব্যক্তি বা প্রতিষ্ঠান ফরেক্স ট্রেডিংয়ের অধিকাংশ কারেন্সি পেয়ারের মুভমেন্টের জন্য দায়ী।

ভাষাগতভাবে, “Speculators” মানে হচ্ছে “ফটকাবাজ” বা “ফড়িয়া”। যেমন আমাদের দেশে ঈদ-উল-আযহার সময় কিছু মানুষ কোরবানির পশু ব্যবসা করে, ঈদের মৌসুম ছাড়া তারা অন্য পেশায় নিয়োজিত থাকে, ঠিক তেমনই ফরেক্স ট্রেডিংয়ে কিছু ব্যক্তি নির্দিষ্ট সময়ে মার্কেটে প্রবেশ করে এবং পরে সেটি ক্লোজ করে দেয়। এদেরকে ট্রেডিং ভাষায় "Speculators" বলা হয়।

কারেন্সি স্পেকুলেশন মানে হলো, কিছু ট্রেডাররা ভবিষ্যতে কারেন্সি পেয়ার এর মূল্য বাড়বে এমন প্রত্যাশা করে বর্তমানে সেই কারেন্সির পজিশন ধরে রাখে। যখন মূল্য বৃদ্ধি পায়, তারা সেটি বেশি দামে বিক্রি করে লাভ করে।

স্পেকুলেটরসদের ট্রেডিং কৌশল এবং প্রক্রিয়া অন্যান্য প্রতিষ্ঠানগুলোর থেকে আলাদা। অন্যান্য প্রতিষ্ঠানগুলি ব্যবসার প্রয়োজনে অথবা মুদ্রার মান নিয়ন্ত্রণের জন্য ট্রেড করে, কিন্তু স্পেকুলেটররা কম দামে কিনে বেশি দামে বিক্রি করে লাভ করার চেষ্টা করে।

ফরেক্স ট্রেডিংয়ে প্রাইস মুভমেন্টের মাধ্যমে লাভ করতে চাওয়ার কারণে স্পেকুলেটররা প্রাইস মুভমেন্টের উপর তীক্ষ্ণ নজর রাখে। এই ক্যাটাগরির ট্রেডাররা মূলত রিটেইল ট্রেডারদের মধ্যে পড়ে। ফরেক্স ট্রেডিংয়ের প্রায় ৯০% ভলিউম স্পেকুলেশন দ্বারা সংগঠিত হয়।

বাংলায় একটি প্রবাদ আছে, “দশে মিলা করি কাজ, হারি-জিতি নাহি লাজ।” আপনারা যদি ছোট ছোট লটগুলোর এন্ট্রি একত্রিত করেন, তাহলে এগুলো বড় লেনদেনের পরিমাণ থেকে বেশি হতে পারে।

আপনি যখন ট্রেনিং শেষ করে রিয়েল ট্রেডিং শুরু করবেন, তখন আপনারাও এই দলে যুক্ত হয়ে যাবেন। তবে এর আগে, রিটেইল ট্রেডিংয়ের কিছু ইতিহাস সম্পর্কে জেনে নেয়া প্রয়োজন।

আশা করি, উপরের আর্টিকেলটি আপনার পছন্দ হয়েছে। যদি এই আর্টিকেল নিয়ে আপনার কোনো বিশেষ প্রশ্ন থাকে, তবে অনুগ্রহ করে নিচের কমেন্ট বক্সে মন্তব্য করুন। আমাদের এক্সপার্ট ট্রেডাররা শীঘ্রই আপনার প্রশ্নের উত্তর দেবেন। এছাড়াও, ট্রেডিং এনালাইসিস এবং সিগন্যাল গ্রহণের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন।


এবার সময় হয়েছে ডেমো ট্রেডিং এর। একটি ডেমো অ্যাকাউন্ট খুলুন।


إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.