ফরেক্স মার্কেটের কাঠামো সম্পর্কে বোঝানোর আগে চলুন আপনাদের একটি সহজ মার্কেট কাঠামো এর সাথে পরিচয় করিয়ে দেই।
এটা হচ্ছে Stock market. আশা করি সবাই কমবেশি স্টক মার্কেট কিভাবে কাজ করে সে সম্পর্কে জানেন। নিচের চিত্রে আমরা দেখানোর চেষ্টা করেছি কিভাবে স্টক মার্কেট কাজ করে সেই সম্পর্কেঃ
নিয়ন্ত্রিত শেয়ার বাজারের প্রাইসের প্রবণতা একচেটিয়া ধরনের হয় থাকে। এখানে শুধুমাত্র একটিমাত্র প্রতিষ্ঠান কিংবা ব্যাক্তি, এই সম্পূর্ণ বাজারের প্রাইস এর তারতম্যকে নির্ধারণ এবং নিয়ন্ত্রণ করতে পারে।
অংশগ্রহণকারী ট্রেডারদের ট্রেডিং প্রক্রিয়া:
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য, সকল ট্রেডারদের তাদের ট্রেডিং প্রক্রিয়া সম্পন্ন করতে হয় নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির মাধ্যমে। এই প্রক্রিয়ার মধ্যে প্রাইস পরিবর্তন করা সম্ভব হয়, যার সুবিধা গ্রহণ করে সেই নিয়ন্ত্রণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান।
কিভাবে কাজটি হয়?
যেমন, একটি দেশের শেয়ার বাজারে, নির্ধারিত অভিজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের ক্লায়েন্টদের পক্ষ থেকে ট্রেড অর্ডার করে। ধরুন, কোনো কারণে একটি শেয়ারের বিক্রেতার সংখ্যা ক্রেতাদের সংখ্যার চেয়ে বেশি হয়ে গেল। এখন, যদি এই শেয়ারের বিক্রেতার সংখ্যা বেশি থাকে, তাহলে সেই নির্ধারিত ব্যক্তি বা প্রতিষ্ঠান বিক্রয়ের চার্জ বা স্প্রেড বৃদ্ধি করতে পারে। এতে, নতুন বিক্রেতার আগ্রহ কমে যায় এবং বাজারের প্রাইস নিয়ন্ত্রণে রাখা যায়।
ফরেক্স মার্কেটের নিয়ন্ত্রণ:
ফরেক্স মার্কেটের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান নেই, যেমন New York Stock Exchange। ফরেক্স মার্কেটে কোনও নির্দিষ্ট প্রাইস নেই; বিভিন্ন ডিলারদের উপর ভিত্তি করে প্রাইস পরিবর্তিত হয়।
ডিলারদের ভূমিকা:
আপনার হয়তো মনে হতে পারে, ভিন্ন ভিন্ন ডিলার থাকলে সমস্যা হতে পারে, কিন্তু আসলে, এত অধিক ডিলার থাকার কারণে ফরেক্স মার্কেট অনেক বেশি সহজ ও সাশ্রয়ী হয়ে ওঠে। বিভিন্ন ডিলারদের মধ্যে প্রতিযোগিতা থাকে, এবং যেই ডিলার সবচেয়ে ভাল এক্সচেঞ্জ রেট প্রদান করবে, ক্লায়েন্টরা তাদের কাছেই ট্রেড করবে। এই প্রতিযোগিতার কারণে বাজারে প্রাইস বেশিরভাগ সময় প্রতিযোগিতামূলক থাকে।
ফরেক্স ট্রেডিংয়ের সুবিধা:
ফরেক্স ট্রেডিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো, আপনি যেকোনো স্থান থেকে ট্রেড করতে পারেন এবং পছন্দ অনুযায়ী ডিলার বাছাই করতে পারেন। আপনাকে কোনও নির্দিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে ট্রেড করতে হবে না।
ফরেক্স মার্কেটের কাঠামো:
ফরেক্স মার্কেটের নিয়ন্ত্রণকারী সুবিধা নেই বলার মতো হলেও, এর মধ্যে কিছু বিশৃঙ্খলা এবং চ্যালেঞ্জ রয়েছে যা আপনি সচেতনভাবে ম্যানেজ করতে পারবেন।
আপনার বোঝার সুবিধার্থে আমার একটি ডায়াগ্রাম এর মাধ্যমে ফরেক্স মার্কেটের কাঠামোটিকে উপস্থাপন করার চেষ্টা করেছি-
এই কাঠামোর শীর্ষে রয়েছে Interbank Market। এটি বিশ্বের বৃহৎ ব্যাংকগুলোর সম্মিলনে গঠিত, যেখানে ব্যাংকগুলো সরাসরি অথবা অনলাইনে যেমন Electronic Brokering Services (EBS) কিংবা Reuters Dealing 3000-Spot Matching এর মাধ্যমে লেনদেন করে থাকে।
EBS এবং Reuters এর মধ্যে প্রতিযোগিতা অনেকটা কোক ও পেপসির মতোই। এই দুই প্রতিষ্ঠান সবসময় একে অপরের বিরুদ্ধে ক্লায়েন্ট এবং বাজারে নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে। যদিও তারা সকল ধরনের কারেন্সি পেয়ার ট্রেডিং প্রদান করে, তবুও কিছু কারেন্সি পেয়ারের লিকুইডিটি ভিন্ন ভিন্ন হতে পারে।
EBS প্ল্যাটফর্মে, EUR/USD, USD/JPY, EUR/JPY, EUR/CHF, এবং USD/CHF এর লিকুইডিটি সর্বাধিক। অন্যদিকে, Reuters প্ল্যাটফর্মে, GBP/USD, EUR/GBP, USD/CAD, AUD/USD, এবং NZD/USD এর লিকুইডিটি বেশি থাকে।
প্রত্যেক ব্যাংক লেনদেনের সময় নিজেদের ভিন্ন ভিন্ন বিনিময় হার দেখতে পারে, কিন্তু এই হারগুলি সাধারণ ট্রেডারদের জন্য কোনো পার্থক্য তৈরী করে না। আসলে, এই হার নির্ভর করে EBS অথবা Reuters এর সাথে ব্যাংকের সম্পর্কের ওপর। উদাহরণস্বরূপ, যদি আপনি একটি ব্যাংক থেকে ঋণ নেন এবং ব্যাংকের সাথে আপনার সম্পর্ক ভালো থাকে, তাহলে আপনি কম সুদের হারে ঋণ পেতে পারেন, যেমন ১০% এর পরিবর্তে ৮.৫%।
ফরেক্স মার্কেট কাঠামো এর নিচের স্তরে রয়েছে হেজ ফান্ড, কর্পোরেশন, রিটেইল মার্কেট মেইকার এবং রিটেইল ইসিএন প্রতিষ্ঠানগুলো। যেহেতু এদের EBS অথবা Reuters এর সাথে বড় ধরনের সম্পর্ক নেই, তাই এদের লেনদেন প্রক্রিয়া বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে, এদের এক্সচেঞ্জ রেট তুলনামূলকভাবে বেশি হয়।
ডায়াগ্রামের সর্বনিম্ন স্তরে রয়েছে রিটেইল ট্রেডার। পূর্বে, ফরেক্স ট্রেডিং করার সুযোগ ছিল সীমিত এবং প্রক্রিয়াটি ছিল জটিল। তবে এখন ইন্টারনেট, অনলাইন ট্রেডিং সিস্টেম এবং রিটেইল ব্রোকারদের কারণে এই জটিলতা কমে এসেছে। এখন আমরা সরাসরি ফরেক্স কাঠামোর অংশ হতে পেরে ট্রেড করতে পারি।
আপনারা এতক্ষণ ফরেক্স মার্কেটের কাঠামো সম্পর্কে জানেছেন। আসুন, এবার জানব ফরেক্স মার্কেটের প্রধান চরিত্রগুলোর সম্পর্কে। এখানে চরিত্র বলতে বোঝানো হয়েছে, যাদের অংশগ্রহণের কারণে ফরেক্স মার্কেটের লেনদেনের বড় আকারের পরিবর্তন হয়ে থাকে। যেমন, আমাদের দেশের স্টক মার্কেটের ক্ষেত্রে “BEXIMCO” প্রতিষ্ঠান এর ক্ষমতাকে বোঝানোর জন্য ব্যবহার করা যেতে পারে।
আশা করি, উপরের আর্টিকেলটি আপনার পছন্দ হয়েছে। যদি এই আর্টিকেল নিয়ে আপনার কোনো বিশেষ প্রশ্ন থাকে, তবে অনুগ্রহ করে নিচের কমেন্ট বক্সে মন্তব্য করুন। আমাদের এক্সপার্ট ট্রেডাররা শীঘ্রই আপনার প্রশ্নের উত্তর দেবেন। এছাড়াও, ট্রেডিং এনালাইসিস এবং সিগন্যাল গ্রহণের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন।
এবার সময় হয়েছে ডেমো ট্রেডিং এর। একটি ডেমো অ্যাকাউন্ট খুলুন।